• ||
  • Wednesday, January 22nd, 2025
  • ||

কোরবানির পশুর দুধ পান জায়েয?

কোরবানির পশুর দুধ পান জায়েয?
  • অনেক সময় কোরবানির জন্য নির্ধারিত পশুর ওলানে দুধ চলে আসে। সেই দুধ পান করা যাবে না। যদি জবাইয়ের সময় আসন্ন হয় আর দুধ দোহন না করলে পশুর কষ্ট হবে না বলে মনে হয়, তাহলে দোহন না করা। প্রয়োজনে ওলানে ঠণ্ডা পানি ছিটিয়ে দেওয়া বা পশুকে কষ্ট না দিয়ে কোনো পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। যাতে দুধের চাপ কমে যায়। আর যদি দুধ দোহন করে ফেলা হয়, তাহলে তা সদকা করে দিতে হবে। নিজে পান করে থাকলে বর্তমান বাজারদর হিসাব করে দুধের মূল্য সদকা করে দিতে হবে। (ইলাউস সুনান : ১৭/২৭৭; রদ্দুল মুহতার : ৬/৩২৯; ফাতাওয়া আলমগিরি : ৫/৩০১)
     

 

comment
Comments Added Successfully!