কোরবানির কোন পশুতে কতজন অংশীদার হওয়া যাবে?
- কোরবানির পশুর অংশীদারিত্ব নিয়ে অনেকের মধ্যে সংশয় থাকে। কোন পশুতে কতজন অংশীদার হওয়ার সুযোগ রয়েছে- তাও অনেকের কাছে স্পষ্ট না।
- ইসলামের বিধান মতে, উট-গরু-মহিষ ইত্যাদি বড় পশুতে সাতজন অংশীদার থাকতে পারবে। আর ছাগল-ভেড়া ইত্যদি ছোট প্রাণীতে একজনের বেশি জায়েজ নেই। এক গরুতে সাতজন অংশীদার হওয়া যেমন জায়েয তেমনি সাতজনের কম অংশীদার হওয়ার সুযোগ রয়েছে। আবার কোনো ব্যক্তি একাই একটি গর কোরবানি করতে পারবেন।
- আল্লামা কাসানি (রহ.) তার ‘বাদায়েউস সানায়ে’ গ্রন্থে (৫/৭১) বলেন, ‘সাতজনের কম সংখ্যক ব্যক্তির পক্ষ থেকে একটি উট বা একটি গরু কোরবানির জন্য যথেষ্ট হবে এতে কোনো সন্দেহ নেই। উদাহরণত দুইজন, তিনজন, চারজন, পাঁচজন বা ছয়জন যদি এক উটে কিংবা এক গরুতে অংশীদার হয়। কেননা এক সপ্তমাংশ ভাগ নেয়া যেহেতু জায়েয সুতরাং এর চেয়ে বেশি ভাগ নেয়া জায়েয হওয়া আরও বেশি যুক্তিযুক্ত; চাই এক্ষেত্রে সবার ভাগ সমান হোক কিংবা ভিন্ন ভিন্ন হোক। যেমন কারো ভাগ হলো অর্ধেক, কারো ভাগ হলো এক তৃতীয়াংশ, কারো ভাগ হলো এক ষষ্ঠাংশ; তবে এক সপ্তমাংশের চেয়ে কম যাতে না হয়।