• ||
  • Wednesday, January 22nd, 2025
  • ||

কবর জিয়ারত করবেন যেভাবে

কবর জিয়ারত করবেন যেভাবে
  • কবর জিয়ারত প্রিয় নবী মুহাম্মদ (সা.) এর একটি গুরত্বপূর্ণ সুন্নত। দুনিয়ার মোহ ও প্রাচুর্যের চাকচিক্যে ভুলে থাকা মানুষদের মাঝে-মধ্যেই কবরস্থানে গমন করা উচিত। কেননা বিভিন্ন অপরাধ থেকে নিজেকে সংযত করতে, আল্লাহ ও পরকালের কথা স্মরণ করাতে কবর জিয়ারত খুবই সহায়ক। আবদুল্লাহ বিন বারিদা থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা কবরস্থানে গমন কর, কেননা এটা তোমাদের আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়।’ [মুসলিম, তিরমিজি]
  •  
  • হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুল (সা.) তাঁর মায়ের কবর জিয়ারত করে এত কাঁদলেন যে, তাঁর কান্না দেখে আশপাশের সবাই কাঁদল। তারপর রাসুল (সা.) বললেন, ‘আমি আমার প্রভুর কাছে অনুমতি চেয়েছি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার। কিন্তু আমাকে অনুমতি দেয়া হয়নি। অতঃপর অনুমতি চাই মায়ের কবর জিয়ারত করার জন্য। এবার আমাকে অনুমতি দেয়া হলো। অতএব, তোমরা কবর জিয়ারত কর। কেননা এটা আখেরাতকে স্মরণ করিয়ে দেয়।’ [মুসলিম, আবু দাউদ]
  •  
  • জিয়ারত কখন করবেন
  • হাদিসের কিতাব থেকে জানা যায়, রাসুল (সা.) প্রায় সময়ই শেষ রাতে কবর জিয়ারত করতেন। তাই সম্ভব হলে শেষ রাতে কবর জিয়ারত করা উত্তম। কেননা মন তখন অধিক নরম থাকে। পাঁচ ওয়াক্ত নামাজের পর, ঈদ বা বিশেষ কোনোদিন সহ যে কোনো সময় কবর জিয়ারত করা যাবে। 
  •  
  • যেভাবে করবেন
  • জিয়ারতকারী যখন কবরের কাছে পৌঁছবে, মৃত ব্যক্তির মাথা বরাবর কিবলামুখী হয়ে দাঁড়াবে। জিয়ারতকারী কবরবাসীকে সম্বোধন করে সালাম দেবে এবং তাদের জন্য মহান প্রভুর কাছে ক্ষমা চেয়ে দোয়া করবে। এ ক্ষেত্রে হাত তুলে ও না তুলে উভয় অবস্থায় দোয়া করা যাবে। আয়েশা রা. বলেন, রাসুল (সা.) ‘বাকি’ কবরস্থানে পৌঁছে হাত উঠিয়ে দোয়া করেছিলেন। [মুসলিম]
  •  
  • জিয়ারতের দোয়া
  • আয়েশা (রা.) বলেন, আমি রাসুল (সা.) কে জিজ্ঞেস করলাম, ‘হে আল্লাহর রাসুল। কবরবাসীকে কী বলব? তখন তিনি বললেন, হে আয়েশা তুমি বলবে, ‘আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আনতুম লানা ছাওফুও ওয়া নাহনু লাকুম তাবাউওন ইন্না ইনশাআল্লাহ হা বিকুম লা হিক্কুন।’  অর্থ : মোমিন ও মুসলমানদের বাসভূমির অধিবাসীদের ওপর শান্তি বর্ষিত হোক। আমাদের মধ্যে থেকে যারা আগে আগে চলে গেছে এবং যারা পেছনে রয়েছে আল্লাহ তাদের সবার ওপর করুণা বর্ষণ করুন। ইনশাআল্লাহ আমরা তোমাদের সঙ্গে মিলিত হব। [মুসলিম]
  •  
  • কবরস্থানে বর্জনীয়
  • ১. কবরের ওপর বসা, তাতে হেলান দেয়া বা তার ওপর দিয়ে চলাচল বৈধ নয়। তবে ইবনে ওমর, আবু হানিফা ও মালেকের মতে, প্রয়োজনে তা বৈধ। [মুসলিম, আবু দাউদ ও ফিকহুম সুন্নাহ]। জাবের (রা.) বলেন, রাসুল সা. কবর পাকা করতে, কবরের ওপর বসতে এবং কবরের ওপর কোনো নির্মাণ কাজ করতে নিষেধ করেছেন। [মুসলিম] স্বাভাবিক কবরের চেয়ে উঁচু কবর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। [মুসলিম] 
  • ২. কবরকে হাত দিয়ে স্পর্শ করা, চুমু দেয়া, কবরের চারপাশে ঘোরা, মৃতের কাছে প্রার্থনা করা, তাদের নামে কসম খেয়ে দোয়া চাওয়া, মৃতের কাছে সাহায্য পেশ করা ও মনের আকুতি পেশ করা জঘন্য শিরক ও হারাম কাজ। [ফিকহুস সুন্নাহ, মাআরেফুল কোরআন] 
  • ৩. কবরে বাতি জ্বালানো, মসজিদ নির্মাণ করা ও নামাজ আদায় করা নিষিদ্ধ। [বোখারি, মুসলিম] 
  • ৪. কবরকে কোনো কিছু দিয়ে ঢাকা বা আবৃত করা বৈধ নয়। [বোখারি] 
  • ৫. কবরের কাছে জন্তু জবাই করা মাকররুহ। [ফিকহুস সুন্নাহ]
  •  
  • মহিলাদের কবর জিয়ারত
  • পুরুষের জন্য কবর যিয়ারত করা মোস্তাহাব। নারী, যুবতী হলে তার জন্য কবরে যাওয়া জয়েয নেই। বৃদ্ধা মহিলারা কান্নাকাটি, মাতম ইত্যাদি শরীয়তবিরোধী কাজ না করলে জায়েজ আছে। [ইমদাদুল আহকাম, ইমদাদুল ফাতাওয়া]
  •  
  • তবে ইমাম মালেক, আহমদ ও কিছু সংখ্যক হানাফি আলেম মহিলাদের কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। তারা দলিল হিসেবে ইবনে মুলাইকার হাদিস পেশ করেন। ইবনে মুলাইকা বলেন, একদিন আয়েশা রা. কবরস্থান থেকে এলেন। আমি বললাম, আপনি কোথা থেকে এলেন? তিনি বললেন, আমার ভাই আবদুর রহমানের কবর থেকে। আমি বললাম, রাসুল সা. কি কবর জিয়ারত করতে নিষেধ করেননি? তিনি বললেন, হ্যাঁ প্রথমে নিষেধ করেছেন, পরে আবার আদেশ দিয়েছেন। [হাকেম ও বায়হাকি]
  •  
  • লেখক : আমিন ইকবাল
comment
Comments Added Successfully!