• ||
  • Wednesday, January 22nd, 2025
  • ||

রমজানকে কিভাবে পারিবারিক ইবাদতের মৌসুম বানাবো

রমজানকে কিভাবে পারিবারিক ইবাদতের মৌসুম বানাবো

ভূমিকাঃ রমজানের মাহাত্ম্য অর্জনে ব্যক্তিগত ইবাদত-বন্দেগির পাশাপাশি পারিবারিক পরিমণ্ডলেও পবিত্র আবহ সৃষ্টি করা আবশ্যক। হাদিস কি বলেঃ রমজানে রাসুলুল্লাহ (সা.) তাঁর পরিবারকে তাহাজ্জুদে উদ্বুদ্ধ করতেন। আয়েশা (রা.) বলেন, ‘রমজানের শেষ দশক এলে রাসুল (সা.) কোমর শক্ত করে বেঁধে নিতেন, রাত জেগে থাকতেন এবং পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন।’ (সহিহ বুখারি, হাদিস : ২০২৪)

করনীয়/বর্জনীয়ঃ রমজান এলে পরিবারের সবার সামনে রমজানের মাহাত্ম্য তুলে ধরা আবশ্যক, যেন ছোট-বড় সবাই রমজানের কল্যাণ লাভে আগ্রহী হয়। রমজানে আল্লাহ ভালো কাজের প্রতিদান বাড়িয়ে দেন। তাই পরিবারে ভালো কাজে প্রতিযোগিতা হওয়া আবশ্যক। বিশেষত কোরআন তিলাওয়াত বেশি পরিমাণ করা। মহান আল্লাহ বলেন, ‘তোমরা কল্যাণের কাজে প্রতিযোগিতা করো।’ (সুরা : বাকারা, আয়াত : ১৪৮) রমজানে পারিবারিক কাজের চাপে নারীরা ইবাদতে মনোযোগী হতে পারে না। তাই ছোট-বড় সবার উচিত পারিবারিক কাজে সাহায্য করা। প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত শিশুদের জন্য রোজা রাখা ফরজ নয়, তবে সাহাবিরা শৈশব থেকে সন্তানদের রোজায় অভ্যস্ত করে তুলতেন।রমজানে অলসতা ও ঘুমের কারণে বহু মানুষের ফজরের নামাজ ছুটে যায়। এ ক্ষেত্রে অন্যদের উচিত তাকে সতর্ক করা। 

উপসংহারঃ প্রতিটি মুসলমানেরই উচিত রমজানের প্রয়োজনীয় মাসায়েল জেনে নেওয়া। প্রয়োজনে রমজানের আগেই এ বিষয়ক কিছু পুস্তক কিনে নেওয়া যাতে পরিবারের অন্যান্য সদস্যরাও তা পড়তে পারে। ইতিকাফ করতে আগ্রহীরা ইতিকাফের জন্য প্রস্তুতি নেবেন আগে থেকেই।
 

comment
Comments Added Successfully!