বিপদে মুত্যু না চেয়ে যে দোয়া পড়বেন
দুনিয়ায় নানা কারণে মানুষ বিপদ-আপদের সম্মুখিন হতে পারে। তাই বলে হতাশ হওয়া যাবে। দিশেহারা হয়ে আল্লাহর কাছে নিজের মৃত্যু কামনা করা যাবে না। বরং আল্লাহর কাছে দোয়া করতে হবে বিপদে থেকে মুক্ত হওয়ার। নবী করিম (সা.) বলেছেন, ‘আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খাইরানলি ওয়া তাওয়াফ্ফানি ইজা কানাতিল ওয়াফাতু খাইরানলি।’
অর্থ : ‘হে আল্লাহ! যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর, আমাকে ততক্ষণ জীবিত রাখুন এবং যখন আমার জন্য মৃত্যু কল্যাণকর, তখন আমাকে মৃত্যু দিন।’
হাদিসের পুরো বর্ণনাটি এমন- হজরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ যেন বিপদে পড়ে মৃত্যু কামনা না করে। বরং সে যেন বলে- ‘হে আল্লাহ! যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর, আমাকে ততক্ষণ জীবিত রাখুন এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর, তখন আমাকে মৃত্যু দিন।’ (আবু দাউদ)
সুতরাং মুমিন মুসলমানের উচিত, যে কোনো বিপদে পড়লেই মৃত্যু কামনা করা ঠিক নয়; বরং বিপদে ধৈর্যধারণ করাই শ্রেষ্ঠ আমলও কাজ। একান্ত অধৈর্য হয়ে পড়লে উল্লেখিত হাদিসের আলোকে নিজেদের জন্য কল্যাণের দোয়া করা।