চোরাই মার্কেট থেকে কেনাকাটা বৈধ কি?
বিভিন্ন এলাকায় চোরাই মার্কেট থাকে, যেখানে চুরিকৃত পণ্য কম দামে পাওয়া যায়। অনেকেই অল্প টাকায় ভালো জিনিস কিনতে যান এবং মনে করেন, নিজের টাকা হালাল হলে কম দামে এসব পণ্য কেনা যাবে। কারণ আমি তো চুরি করতে যাচ্ছি না! আসল কথা হচ্ছে, যদি পরিষ্কারভাবে জানা যায়, এসব চুরিকৃত পণ্য, তাহলে তা কেনা জায়েজ হবে না। কেননা হাদিস শরিফে আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জেনেশুনে চুরিকৃত বস্তু ক্রয় করল সে-ও চুরির অপরাধে শরিক হয়ে গেল। (মুসান্নাফ ইবনে আবি শাইবা : ২২৪৯৫; আততারগিব ওয়াত তারহিব : ২/৫৪৮)।
বিখ্যাত তাবেয়ি মুহাম্মাদ ইবনে সিরিন রহ. বলেন, আমি আবিদা আসসালমানি রহ.-কে জিজ্ঞাসা করলাম, আমি কি চুরিকৃত বস্তু কিনতে পারব, অথচ আমি জানি এটা চুরিকৃত? তিনি বললেন, না, তুমি তা কিনতে পারবে না। (শরহুল মাজাল্লাহ : ১/২৬২; ইতরুল হেদায়া : পৃ. ৬০)।
তবে যদি মার্কেট হিসেবে চোরাই মার্কেট না পড়ে গেলেও সেখানে নতুন বা চোরাই নয়- এমন জিনিস পাওয়া যায়, তাহলে সেগুলো ক্রয় করতে কোনো অসুবিধা নেই।