• ||
  • Wednesday, January 22nd, 2025
  • ||

কোরবানির পশু জবাইয়ের আগেই মারা গেলে করণীয়

কোরবানির পশু জবাইয়ের আগেই মারা গেলে করণীয়
  • সাধারণত ঈদের আগেই আমরা কোরবানির পশু সংগ্রহ করে থাকি। কিন্তু কোরবানির নিয়তে কেনা পশু যদি জবাইয়ের আগেই হারিয়ে যায় বা মরে যায় অথবা কোনোভাবে হাতছাড়া হয়ে যায়, তাহলে কী করণীয়?
  • এ বিষয়ে ইসলামের বিধান হলো, যার ওপর কোরবানি করা ওয়াজিব- এমন কারও পশু মারা গেলে বা হাতছাড়া হয়ে গেল তিনি আরেকটি পশু সংগ্রহ করে কোরবানি করবেন। আর যদি কোরবানিদাতা গরিব হন (যার ওপর কোরবানি ওয়াজিব নয়) তার জন্য আরেকটি পশু কোরবানি করা ওয়াজিব নয়। তবে যদি নতুন পশু কিনেন, তাহলে সেটি কোরবানি করা ওয়াজিব। কারণ, নফল ইবাদতের নিয়ত করে কিছু করতে চাইলে সেটি ওয়াজিব হয়ে যায়। সে হিসেবে নতুন পশু ক্রয়ের পর হারানো বা চুরি হয়ে যাওয়া পশু পাওয়া গেলে, কোরবানিদাতা গরিব হলে দুটি পশুই কোরবানি করা ওয়াজিব। আর ধনী হলে কোনো একটি কোরবানি করলেই হবে। অবশ্য দুটি পশু কোরবানি করাই উত্তম। (সুনানে বায়হাকি : ৫/২৪৪; ইলাউস সুনান : ১৭/২৮০; বাদায়েউস সানায়ে : ৪/১৯৯)

 

comment
Comments Added Successfully!