কসম বা শপথ ভাঙলে যে কাফফারা দিতে হয়
কোনো কথা বা প্রতিশ্রুতি দৃঢ়ভাবে সাব্যস্ত করতে আল্লাহর নামে কসম বা শপথ করে থাকেন অনেকে। কথায় কথায় আল্লাহর নামে কসম করা পছন্দনীয় বিষয় না। অবশ্য কেউ কসম বা শপথ করলে তা পূরণ করা আবশ্যক। আর যদি আল্লাহর নামে কসম করে তা পূরণ না করতে পারে বা ভেঙে ফেলে তাহলে কাফফারা আদায় করতে হয়।
কসম ভঙ্গের বা পূর্ণ না করার কাফফারা হচ্ছে, দশজন ফকির-মিসকিনকে খাবার খাওয়ানো। খাবারের মান হবে নিজের পরিবারের লোকজন যেমন খাবার খায়, তেমন। অথবা দশজন ফকির-মিসকিনকে কাপড় দেয়া। প্রত্যেককে কমপক্ষে এতটুকু কাপড় দেয়া, যার দ্বারা নামাজ আদায় করা যায়। অথবা একজন কৃতদাস মুক্ত করা। (বর্তমানে যেহেতু দাসপ্রথা নেই, তাই এভাবে কাফফারাও দেওয়া যাবে না)।
উল্লেখিত কাফফারার কোনোটি আদায় করা যদি সম্ভব না হয়, তাহলে ধারাবাহিকভাবে তিনদিন রোজা রাখা। (হেদায়া : ২/৪৮১)। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘আল্লাহ তায়ালা অনর্থক কসমের জন্য তোমাদেরকে দায়ী করবেন না। কিন্তু যেসব কসম তোমরা ইচ্ছাকৃতভাবে করো, সে সবের জন্য তিনি তোমাদের দায়ী করবেন। এর কাফফারা হচ্ছে, দশজন ফকির-মিসকিনকে মধ্যম ধরনের খাবার দান, যা তোমরা তোমাদের পরিজনদের খেতে দাও। অথবা তাদেরকে কাপড় দান কিংবা একজন কৃতদাস মুক্তি। আর যার সামর্থ্য নেই, তার জন্য তিনদিন রোজা রাখা। এটাই তোমাদের কসমের কাফফারা।’ (সুরা মায়েদা : ৮৯)