দ্বিতীয় রাকাতে বসতে ভুলে গেলে কী করবেন
চার রাকাত বিশিষ্ট নামাজ যেমন- জোহর, আসর, এশাসহ তিন রাকাতবিশিষ্ট মাগরিব ও বিতরের নামাজে দ্বিতীয় রাকাত শেষে বসতে হয়। তারপর উঠে দাঁড়িয়ে অবশিষ্ট নামাজ সমাপ্ত করতে হয়। কোনো ব্যক্তি যদি দ্বিতীয় রাকাতে না বসে ভুলে দাঁড়িয়ে যায়, তাহলে তার করণীয় কী? নামাজ শেষ করার আগে সাহু সেজদা দিতে হবে?
হ্যাঁ, সাহু সেজদা দিতে হবে। কারণ দ্বিতীয় রাকাতে বসা ওয়াজিব। নামাজের ওয়াজিব ছুটে গেলে সাহু সেজদা দিতে হয়। হজরত আবদুল্লাহ ইবনে বুহায়না (রা.) বলেন, কোনো এক নামাজে আল্লাহর রাসুল (সা.) দুই রাকাত আদায় করে না বসে দাঁড়িয়ে গেলেন। মুসল্লিরা তাঁর সঙ্গে দাঁড়িয়ে গেলেন। যখন তাঁর নামাজ সমাপ্ত করার সময় হলো এবং আমরা তাঁর সালাম ফেরানোর অপেক্ষা করছিলাম, তখন তিনি সালাম ফেরানোর আগে তাকবির বলে বসে বসেই দুটি সিজদা করলেন। অতঃপর সালাম ফেরালেন। (বুখারি : ১২২৪)।
হজরত আবদুল্লাহ ইবনে বুহাইনাহ (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) জোহরের দুই রাকাত আদায় করে দাঁড়িয়ে গেলেন। দুই রাকাতের পর তিনি বসলেন না। নামাজ শেষ হয়ে গেলে তিনি দুটি সিজদা করলেন এবং অতঃপর সালাম ফেরালেন। (বুখারি : ১২২৫)