• ||
  • Wednesday, January 22nd, 2025
  • ||

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো ইবাদত

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো ইবাদত
  • শীতকাল ইবাদতের বসন্ত মৌসুম। শীতের রাত লম্বা হওয়ায় তাহাজ্জুদসহ অন্যান্য নফল নামাজ যেমন বেশি পড়ায়, তেমনি দিন ছোট হওয়ায় সহজে নফল রোজা পালন করা যায়।  এছাড়া শীতে আরও একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। অসহায়-গরিবকে শীত নিবারণের পোশাক দেওয়া। ইতোমধ্যে শহর-গ্রাম সর্বত্র শীতের প্রভাব রয়েছে। ধনীদের জন্য শীতের সময়টা আনন্দের হলেও বস্ত্রহীন অসহায়দের জন খুবই কষ্টদায়ক। গরমের মৌসুমে খোলা আকাশের নিচে অসহায়রা রাত যাপন করতে পারলেও শীতে তা কঠিন। শীতে এই অসহায়দের পাশে দাঁড়ানো প্রত্যেক সম্পদশালী মুমিনের দায়িত্ব।
  •  
  • নিজের ছেলের জন্য যখন শীতের কাপড় কিনতে যাব, তখন পাশের বাড়ির অসহায় ছেলেটির জন্যও একটি পোশাক আনা চাই। কিংবা প্রয়োজনের অতিরিক্ত গচ্ছিত পোশাক আলমিরাতে জমা না করে অসহায়দের মাঝে বণ্টন করলে তাদের শীতের কষ্ট কিছুটা লাগব হবে। এমনটা করা সাওয়াবের কাজ। আবু দাউদ শরিফে বর্ণিত, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) বলেছেন, ‘যে মুসলমান অন্য কোনো মুসলমানকে বস্ত্রহীন অবস্থায় বস্ত্র দান করবে, আল্লাহ তাকে জান্নাতে সবুজ বর্ণের পোশাক পরাবেন। খাদ্য দান করলে তাকে জান্নাতের ফল খাওয়াবেন, পানি পান করালে জান্নাতের শরবত পান করাবেন।’
  •  
  • প্রবাদ বাক্য রয়েছে দশে মিলে করি কাজ হারি জিতে নাহি লাজ। আমরা দশজনে মিলে একত্রিত হয়ে অল্প অল্প করে টাকা জমিয়ে একত্রিত করে সহায়ের মাঝে শীত বস্ত্র বিতরণ করতে পারি। আমাদের চাকরি বা ব্যবসার থেকে পাওয়া লভাংশ থেকে কিছু অংশ অসহায়দের উপহার হিসেবে দিতে পারি। সমাজের বিত্তবানরা যদি তাদের পাশে না দাঁড়াই কে তাদের পাশে দাঁড়াবে? 
  •  
  • মানুষ মানুষের জন্যই। একে অপরের উপকারে এগিয়ে আসবে এটাই স্বাভাবিক। প্রিয় নবী (সা.) সবসময় মানবতার সেবা করার প্রতি উৎসাহ করেছেন। তিনি বলেছেন, ‘মানুষের মধ্যে সে-ই উত্তম যার দ্বারা মানবতার কল্যাণ সাধিত হয়।’ তিনি আরও বলেছেন, ‘কোনো মুসলমান অপর মুসলমানকে কাপড় দান করলে যতক্ষণ ওই কাপড়ের টুকরা তার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত দানকারী আল্লাহর হেফাজতে থাকবে।’ 
  •  
  • আমরা একটু ভাবী, অসহায় ব্যক্তিটি একটি শীতের কাপড় পাওয়ার জন্য প্রহর গুনছে। কখন কে তাকে একটি কাপড় শরীরে জড়িয়ে দেবে- সেই আশা তার। কাপড় পেলে তার মুখের হাসিটা কতটুকু দামি হতে পারে? বিষয়টি কি আপনাদের ভাবাবে না? মনে রাখবেন, যে আল্লাহ তাকে খোলা আকাশের নিচে রেখেছে, সেই আল্লাহ তায়ালাই আমাদের সুখ শান্তিতে রেখেছে। মহান আল্লাহ ইচ্ছা করলে তাদের স্থানে আমাদের রাখতে পারতেন। কিন্তু মহান আল্লাহ তাদের দিয়ে আমাদের পরীক্ষা করছেন। তাদের প্রতি আমাদের কী পরিমাণ ভালোবাসা রয়েছে!
  •  
  • তাই আর দেরি নয়, এখনই শীতার্তদের পাশে দাঁড়ানো উচিত। সামর্থ্যানুযায়ী লেপ-কম্বল, সোয়েটার-চাদর ইত্যাদি দেওয়া চাই। আল্লাহ তায়ালা অসহায়-গরিবদের দুঃখ-কষ্ট অনুভব করে তাদের সহযোগিতায় এগিয়ে আসার তাওফিক দান করুন।
comment
Comments Added Successfully!