• ||
  • Wednesday, January 22nd, 2025
  • ||

আল্লাহকে পাওয়ার উপায়

আল্লাহকে পাওয়ার উপায়

তাশফিক মুহাম্মদ :

আল্লাহ আমাদের প্রভু। আমাদের সৃষ্টিকর্তা। তিনি সদা সর্বত্র বিরজমান বা উপস্থিত। তবে সাধারণ মানুষের পক্ষে দুনিয়ার বুকে তাকে দেখা সম্ভব নয়। অবশ্য এমন কিছু কাজ রয়েছে, যা করলে আল্লাহকে পাওয়া যায়। তার সান্নিধ্য মিলে। এবং এতে আল্লাহ ভীষণ খুশি হন। এ সম্পর্কে হাদিসে আছে, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে বনি আদম! আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখনি। সে বলবে, হে আল্লাহ! আপনাকে কীভাবে দেখব, অথচ আপনি দু’জাহানের প্রভু? তিনি বলবেন, তুমি জান না আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল তুমি তাকে দেখতে যাওনি, যদি তাকে দেখতে যেতে, তাহলে আমাকে তার কাছে পেতে।


(তারপর বলবেন) হে বনি আদম! আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি। সে বলবে, হে আমার প্রভু, আমি কীভাবে আপনাকে খাদ্য দিব, অথচ আপনি দু’জাহানের প্রভু। তিনি বলবেন, তুমি জান না আমার অমুক বান্দা তোমার কাছে খাদ্য চেয়েছিল, তুমি তাকে খাদ্য দাওনি। যদি তাকে খাদ্য দিতে, তাহলে তা আমার কাছে অবশ্যই পেতে।


(তারপর বলবেন) হে বনি আদম, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দাওনি। সে বলবে, হে আমার প্রভু কীভাবে আমি আপনাকে পানি দেব অথচ আপনি দু’জাহানের প্রভু। তিনি বলবেন, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে পানি দাওনি। মনে রেখ, যদি তাকে পানি দিতে তাহলে তা আমার কাছে অবশ্যই পেতে। [মুসলিম]

comment
Comments Added Successfully!