দোষের কথা বলে না বেড়ানো
- নিজের বা অন্যের কারও নেতিবাচক বিষয় বা দোষ প্রকাশ করা ইসলামে অপছন্দনীয় কাজ। দোষ যারই হোক, সেটা আলোচনা করা অনুচিত। আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘আমার উম্মতের সব ব্যক্তির গুনাহ ক্ষমা করে দেয়া হবে, তবে ওই সব লোক ব্যাতীত, যারা নিজেদের পাপ ও অপরাধ জনসম্মুখে প্রকাশ করে। নিজদের অপরাধ প্রকাশ করার অর্থ হচ্ছে, কেউ রাতে কোনো গুনাহ করে, অতঃপর যখন সকাল হয় সে নিজেই তা মানুষকে বলে বেড়ায় যে, গতরাতে আমি এই এই কাজ করেছি। অথচ রাতে তার প্রতিপালক সেটাকে গোপন রেখেছেন এবং অবিরত তার প্রতিপালক তা গোপন রাখছিলেন। এবং সে দিনের বেলায় কোনো গুনাহের কাজ করে, আর যখন রাত হয় সে তা মানুষকে বলে বেড়ায়, যদিও আল্লাহ তা গোপন রেখেছিলেন।’ (মুসলিম : ২৯৯০)
- নিজের পাপ গোপন রাখার পাশাপাশি অন্য কোনো ব্যক্তির পাপ ও অপরাধও যদি চোখে পড়ে, সেটাও গোপনা করা উচিত। হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপন (অপরাধের) বিষয় গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার গোপন (অপরাধের) বিষয় গোপন রাখবেন। আর যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপন বিষয় ফাঁস করে দিবে, আল্লাহ তার গোপন বিষয় ফাঁস করে দিবেন, এমনকি এই কারণে তাকে তার ঘরে পর্যন্ত অপদস্থ করবেন।’ (ইবনে মাজা : ২৫৪৬)
- অন্যের দোষ অনুসন্ধান করতেও কঠোরভাবে নিষেধ করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা মুসলমানদের দোষ-ত্রুটি, ভুলভ্রান্তি খুঁজে বের করো না। যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে বেড়ায় ও প্রকাশ করে, স্বয়ং আল্লাহ তার দোষ প্রকাশ করে দেন। আর আল্লাহ যার দোষ-ত্রুটি প্রকাশ করেন তাকে নিজের বাড়িতেই লাঞ্ছিত করেন।’ (আবু দাউদ : ৪৮৮০)
- অন্যের দোষ গোপন রাখা একটি মানবীয় গুণ। এতে মানুষ বিশ্বস্ত প্রমাণিত হয়; যে লোক দোষ বলে বেড়ায়, সে সবার বিশ্বস্ততা হারায়। সম্পর্কও নষ্ট হয়। উত্তম চরিত্রের দাবি হলো মানুষের দোষ-ত্রুটি গোপন রাখা এবং কথাচ্ছলে কারও কাছে প্রকাশ না করা। মানুষের দোষ ও পাপ গোপন করার অনেক সওয়াব রয়েছে। রাসুল (সা.) বলেছেন, ‘যে কেউ অন্যের দোষ গোপন রাখবে, আল্লাহ কেয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন।’ (বুখারি : ২৪৪২; মুসলিম : ২৬৯৯)। তবে কারও মন্দ বা খরাপ কাজের দ্বারা যদি সমাজে এটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে এবং ব্যাপকহারে মানুষ এসব কাজে জড়ানোর আশঙ্কা তৈরি হয়, তাহলে সেই দোষ প্রকাশ করে প্রতিকার করাই উত্তম।