• ||
  • Wednesday, January 22nd, 2025
  • ||

সকাল-সন্ধ্যা যে দোয়া পড়বেন

সকাল-সন্ধ্যা যে দোয়া পড়বেন

মানুষের জীবনে বিপদাপদ আসে পরীক্ষা হিসেবে। অনেক সময় পাপের প্রতিফল হিসেবেও নেমে আসে বিপদের পাহাড়। মাঝেমধ্যে বান্দার মর্তবা ও মর্যাদা বৃদ্ধির জন্যও আল্লাহর পক্ষ থেকে আসে বিভিন্ন ধরনের আপদ-বিপদ। সব ধরনের বিপদ-মুসিবত থেকে মুক্তির জন্য আল্লাহর রাসুল (সা.) শিখিয়েছেন দোয়া।

হজরত উসমান ইবনে আফফান (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকাল-সন্ধ্যা তিনবার করে এই দোয়াটি পাঠ করবে, তাকে আসমান-জমিনের কোনো জিনিস ক্ষতি করতে পারবে না।

দোয়াটি হলো ‘বিস‌মিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মায়া ইস‌মিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওহুয়াস সামিউল আলিম’, অর্থাৎ, ‘আমি আল্লাহ‌র নামে আশ্রয় প্রার্থনা করছি, যার নামের সঙ্গে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী।’ (তিরমিজি, হাদিস : ৩৪১০)

comment
Comments Added Successfully!