• ||
  • Saturday, April 26th, 2025
  • ||

যে দোয়ার মর্যাদা অনেক বেশি

যে দোয়ার মর্যাদা অনেক বেশি

মহানবী (সা.) এর স্ত্রী জুওয়াইরিয়া (রা.) বর্ণনা করেন, এক দিন আল্লাহর নবী (সা.) ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে ছিলাম। তিনি চাশতের সময় আমার ঘরে ফিরে এলেন। তখনও আমি জায়নামাজে ছিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ‘জুয়ারিয়া! আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই ওজিফা আদায়ে মশগুল ছিলে? আমি বললাম, হ্যাঁ। তিনি আমাকে বললেন, আমি তোমার পরে চারটি বাক্য তিনবার বলেছি।

যদি এগুলোকে ওজন করা হয় তবে তোমার কৃত সব ওজিফার চেয়ে এগুলোই বেশি ভারী হবে। আর তা হলো- ‘সুবহানাল্লাহি ওয়া-বিহামদিহি আদাদা খালকিহি, ওয়া-রিজা নাফসিহি, ওয়া-জিনাতা আরশিহি, ওয়া-মিদাদা কালিমাতিহি।’

অর্থ : আমি আল্লাহ তায়ালার প্রশংসাসমেত পবিত্রতা ঘোষণা করছি। তাঁর সৃষ্টিকুলের সংখ্যার পরিমাণ, তিনি সন্তুষ্ট হওয়া পরিমাণ, তাঁর আরশের ওজন সমপরিমাণ, তাঁর কথা লিপিবদ্ধ করার কালি পরিমাণ। (মুসলিম শরিফ : ৭০৮৮)

comment
Comments Added Successfully!