• ||
  • Wednesday, January 22nd, 2025
  • ||

নেক সন্তান পেতে মা-বাবার করণীয়

নেক সন্তান পেতে মা-বাবার করণীয়
  • সন্তান সৎ ও আদর্শবান হওয়ার অন্যতম শর্ত হচ্ছে, সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থা থেকেই কিছু বিধিমালা মেনে চলা। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ইসলামি চিন্তাবিদরা। তাদের মতে পরিবারের আদর্শ ও শিক্ষার ওপর নির্ভর করে ভবিষ্যতে সন্তানটি কেমন হবে। তবে গর্ভবতী মা ও বাবার ওপর বিষয়টি অনেকাংশেই জড়িত। অর্থাৎ সন্তান যখন মায়ের গর্ভে থাকে, তখন ভ্রুণ অবস্থা থেকে মায়ের যাবতীয় আমল ও আখলাক গর্ভে থাকা সন্তানের ওপর বিশেষ প্রভাব বিস্তার করে। তাই এক্ষেত্রে গর্ভবতী মায়ের প্রধান কর্তব্য হচ্ছে, গোনাহ ও আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বিরত রাখা। আর বাবার দায়িত্ব হচ্ছে, স্ত্রী-সন্তানের জন্য হালালভাবে উপার্জিত সম্পদ দিয়ে পরিবারের ব্যয় বহন করা। এ ছাড়া আরও কিছু পালনীয় বিষয় হলো-
  •  
  • ১. সন্তান গর্ভে থাকা অবস্থায় তার মঙ্গলকামনায় বেশি বেশি দোয়া করা ও আল্লাহর রহমত কামনা করা।
  • ২. প্রতিদিন পবিত্র কোরআন তেলাওয়াত করা।
  • ৩. প্রতিদিন ফজরের নামাজের পর এবং রাতে ঘুমানোর পূর্বে ১১ বার সুরা ইখলাস পাঠ করা।
  • ৪. প্রতিদিন সকাল-সন্ধ্যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরূদ পাঠ করা।
  • ৫. যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন সুরা ইয়াসিন তেলাওয়াত করা।
  • ৬. দান-খয়রাত করা। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা।
  • ৭. সন্তান জন্মের পর তার ভালো অর্থবোধক একটি নাম রাখা। 
  • ৮. তার প্রয়োজনীয় চাহিদা পূরণ করা।
  • ৯. আদর্শ শিক্ষা প্রদান করা।
  • ১০. প্রয়োজনে শাসন করা, ভালো কাজে উৎসাহ দেয়া। 
  •  
  • সর্বপোরি মা-বাবা দায়িত্ব, পরিবারের আদর্শ ও শিক্ষার ওপর নির্ভর করে ভবিষ্যতে আপনার সন্তানটি কেমন হবে।
     
comment
Comments Added Successfully!