• ||
  • Wednesday, January 22nd, 2025
  • ||

ঘুমের আগে যে দোয়া পড়বেন

ঘুমের আগে যে দোয়া পড়বেন

হজরত বারা ইবনে আযেব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি (সা.) আমাকে বললেন, যখন তুমি শোয়ার বিছানায় যেতে চাও, তখন তুমি নামাজের অজুর মতো অজু করবে। এরপর ডান পাশের ওপর কাত হয়ে শুয়ে পড়বে। আর এ দোয়া পড়বে- ‘হে আল্লাহ! আমি আমার চেহারাকে (অর্থাৎ যাবতীয় অঙ্গ-প্রত্যঙ্গকে) তোমার হস্তে সমর্পণ করলাম। আর আমার সকল বিষয় তোমারই নিকট সমর্পণ করলাম এবং আমার পৃষ্ঠদেশ তোমার আশ্রয়ে সোপর্দ করলাম। আমি তোমার গজবের ভয়ে ভীত ও তোমার রহমতের আশায় আশান্বিত। তোমার নিকট ব্যতীত কোনো আশ্রয়স্থল নেই এবং নেই মুক্তি পাওয়ার স্থান। তুমি যে কিতাব অবতীর্ণ করেছ, আমি তার উপর ঈমান এনেছি এবং তুমি যে নবী পাঠিয়েছ আমি তাঁর উপর ঈমান এনেছি।’ অতঃর তুমি যদি তুমি এ রাতেই মরে যাও, তোমার সে মৃত্যু স্বভাবধর্ম ইসলামের উপরই গণ্য হবে। অতএব তোমার এ দোয়াগুলো যেন তোমার এ রাতের সর্বশেষ কথা হয়। (বোখারি : ৬৩১১)

comment
Comments Added Successfully!