ঘুমের আগে তিন তাসবির সুফল
হজরত আলী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার গম পেষার চাকতি ঘোরানোর কারণে ফাতেমা (রা.)-এর হাতে ফোস্কা পড়ে যায়। তখন তিনি একজন খাদেম চেয়ে নেওয়ার উদ্দেশ্যে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে গিয়েছিলেন। কিন্তু তাকে পেলেন না। ঘরে তখন হজরত আয়েশা (রা.) ছিলেন। তাকেই আসার উদ্দেশ্যটি জানালেন।
প্রিয় নবী (সা.) যখন ঘরে এলেন, তখন হজরত আয়েশা (রা.) তাকে ফাতেমা (রা.)-এর আবেদনের বিষয়টি জানালেন। অতঃপর রাসুলুল্লাহ (সা.) আমাদের ঘরের কাছে এমন সময় এলেন যখন আমরা বিছানায় বিশ্রাম গ্রহণ করছিলাম। তখন আমি উঠতে চাইলে নবী (সা.) বললেন, নিজ জায়গায়ই থাকো।
তারপর নবী (সা.) আমাদের মধ্যে এমনভাবে বসলেন যে, আমি তাঁর দুই পায়ের শীতল স্পর্শ আমার বুকে অনুভব করলাম। তখন নবী (সা.) বললেন, আমি কি তোমাদের এমন একটি আমল বলে দেব না; যা তোমাদের জন্য একজন খাদেমের চেয়েও অনেক বেশি উত্তম? ফাতেমা (রা.) বললেন, হ্যাঁ।
তখন নবীজি (সা.) বললেন, রাতে যখন তোমরা ঘুমোতে যাবে তখন ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার পড়বে। তা তোমাদের জন্য সেবিকার চেয়েও উত্তম ও কল্যাণকর হবে। (বোখারি : ৩১১৩)