• ||
  • Wednesday, January 22nd, 2025
  • ||

ঋণমুক্ত হওয়ার দোয়া

ঋণমুক্ত হওয়ার দোয়া

মানুষ কখনও কখনও ঋণগ্রস্ত হতে পারে! এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু ঋণ নিয়ে যথাসময়ে আদায় করতে না পারা খারাপ। এতে সম্পর্ক যেমন নষ্ট হয়, অনেক সময় গুনাহগারও হতে হয়। তাই যত দ্রুত সম্ভব ঋণমুক্ত হওয়ার চেষ্টা করা উচিত।
 
এক ব্যক্তি একবার রাসুল (সা.)কে দেখলেন, ঋণ থেকে রক্ষা পেতে তিনি দোয়া করছেন। লোকটি তখন বললেন, ‘হে আল্লাহর রাসুল! আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন!’ নবী (সা.) উত্তর দিলেন, ‘মানুষ ঋণী হলে, কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে, রক্ষা করে না।’ (বুখারি, হাদিস : ২৩৯৭)
 
তাই ঋণ থেকে মুক্তি পেতে বেশি বেশি দোয়া পড়া উচিত। রাসুল (সা.) বলতেন- ‘আল্লাহুম্মা! ইন্নি আউযুবিকা মিনাল কাসালি, ওয়াল হারামি, ওয়াল মা’ছামি, ওয়াল মাদরামি।’ অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে অলসতা, অধিক বার্ধক্য, গুনাহ এবং ঋণ হতে আশ্রয় প্রার্থনা করছি।’ (বুখারি : হাদিস ৬০০৭)
 
রাসুল (সা.) আরো বলতেন, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি, ওয়াল আজযি ওয়াল কাসলি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া গালাবাতিদ দাইনি, ওয়া কাহরির রিজাল।’
অর্থ : হে আল্লাহ! আমি তোমার নিকট দুশ্চিন্তা, অপারগতা-অলসতা, কৃপণতা এবং কাপুরুষতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। অধিক ঋণ থেকে ও খারাপ লোকের জবরদস্তি থেকেও আশ্রয় চাচ্ছি।’ (নাসায়ি, হাদিস : ৫৪৭৮)
 
এ দোয়াগুলো নিয়মিত করলে আল্লাহ তাআলা শিগগির ঋণ থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দেবেন। আর্থিকভাবে সচ্ছলতা  ও স্বাচ্ছন্দ্য দান করবেন।

comment
Comments Added Successfully!