• ||
  • Wednesday, January 22nd, 2025
  • ||

উপকারী চার দোয়া

উপকারী চার দোয়া
  • জীবনে চলার পথে নানা সমস্যার সম্মুখিন হতে হয়। কিছুটা ভুল, কিছুটা অসতর্কতার কারণে ঘটে থাকে অসংখ্য বিপদ। এসব অতর্কিত বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, এমন অনেক দোয়া বর্ণিত হয়েছে কোরআন ও হাদিসে। সহজে আমলযোগ্য ছোট চারটি দোয়া হলো-
  •  
  • অনিষ্টতা থেকে হেফাজতের দোয়া 
  • হজরত উসমান (রা.) থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, প্রত্যেহ সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই (নিম্নে বর্ণিত) দোয়াটি পাঠ করলে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। 
  • উচ্চারণ : ‘বিসমিল্লাহিল্লাজী লা ইয়াদুররু মায়াসমিহি শাইয়ুন ফিল আরদি, ওয়ালা ফিস-সামায়ি ওয়া হুয়াস সামিউল আলীম।’
  • অর্থ : আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। (তিরমিজি : ৩৩৮৮; আবু দাউদ : ৫০৯০)
  •  
  • বিপদের সময় পাঠ করার দোয়া 
  • হজরত উম্মে সালমা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হজরত রাসূলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, মানুষের ওপর কোনো বিপদ এলে সে যদি এই (নিম্নে বর্ণিত) দোয়া পাঠ করে, আল্লাহতায়ালা তাকে তার বিপদের প্রতিদান দেন এবং সে যা কিছু হারিয়েছে তার বদলে তার চেয়ে উত্তম কিছু দান করেন।
  • উচ্চারণ : ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনী ফী মুসিবাতী ওয়া আখলিফ-লী খাইরাম মিনহা।’
  • অর্থ : আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে। হে আল্লাহ! বিপদে আমাকে সওয়াব দান করুন এবং যা হারিয়েছি তার বদলে তার চেয়ে ভালো কিছু দান করুন। (মুসলিম : ১৫২৫)
  •  
  • ঋণ মুক্তির দোয়া
  • হজরত আলী (রা.) থেকে বর্ণিত, এক চুক্তিবদ্ধ দাস তার কাছে এসে বলে, আমি আমার চুক্তির অর্থ পরিশোধে অপারগ হয়ে পড়েছি। আপনি আমাকে সাহায্য করুন। তিনি বলেন, আমি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিব যা আমাকে হজরত রাসূলুল্লাহ (সা.) শিখিয়েছিলেন। যদি তোমার ওপর পর্বত পরিমাণ দেনাও থাকে তবে আল্লাহতায়ালা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তিনি বলেন, তুমি পাঠ করবে, 
  • উচ্চারণ : ‘আল্লাহুম্মাকফিনী বিহালালিকা আন হারামিকা, ওয়া আগনিনী বিফাদলীকা আম্মান সিওয়াক।’
  • অর্থ : হে আল্লাহ! তোমার হালাল দ্বারা আমাকে তোমার হারাম থেকে দূরে রাখ এবং তোমার দয়ায় তুমি ভিন্ন অপরের মুখাপেক্ষি হওয়া থেকে স্বনির্ভর কর। (তিরমিজি : ৩৫৬৩; মুসনাদে আহমাদ : ১৩২১)
  •  
  • রোগী দেখার দোয়া
  • হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত বা রোগী দেখে এই (নিম্নে বর্ণিত) দোয়া পাঠ করে, সে কখনও এমন বিপদ কিংবা ব্যাধিতে আক্রান্ত হয় না।
  • উচ্চারণ : ‘আলহামদুলিল্লাহিল্লাজী আফিনী মিম্মাবতালাকা বিহী, ওয়া ফাদ্দিলনী আলা কাছিরীম-মিম্মান খালাকা তাফদিলা।’
  • অর্থ : সমস্ত প্রসংসা আল্লাহর জন্য যিনি তোমাকে যে ব্যাধিতে আক্রান্ত করেছেন তা থেকে আমাকে নিরাপদে রেখেছেন এবং তার বহু সংখ্যক সৃষ্টির ওপর আমাকে মর্যাদা দান করেছেন। (আবু দাউদ : ৩১০৬)
comment
Comments Added Successfully!